Indian Prime Time
True News only ....

প্রায় ৩০০ গ্রামের স্ট্রবেরি চাষ করে গিনেস রেকর্ড করলেন এক ব্যক্তি

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ ইজ্রায়েলঃ ইজরায়েলের কাদিমা-জোরানের বাসিন্দা এরিয়্যাল চাহি বিশালাকৃতির স্ট্রবেরি চাষ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। পাশাপাশি গিনেস বুকেও নাম তুলে ফেললেন।  

গিনেস রেকর্ডসে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি বলে ঘোষণা করা হয়েছে। স্ট্রবেরিটির ওজন ২৮৯ গ্রাম। স্ট্রবেরিটি ৪ সেন্টিমিটার পুরু, ১৮ সেন্টিমিটার লম্বা ও পরিধিতে ৩৪ সেন্টিমিটার। ইলান প্রজাতির সেই স্ট্রবেরিটি চাষ করতে প্রায় ১ মাস ১৫ দিন সময় লেগেছে

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গিনেস রেকর্ডস নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে যেখানে দেখানো হয়েছে যে, এরিয়্যাল ওজন মাপার যন্ত্রে প্রথমে একটি আইফোন এক্সআর এবং এরপর ওই স্ট্রবেরিটির ওজন করেছেন। দেখা যায়, আইফোন এক্সআরের ওজন ১৯৪ গ্রাম। আর বিশাল আকারের ওই স্ট্রবেরিটির ওজন আইফোন এক্সআরের থেকে প্রায় ১০০ গ্রাম বেশী ছিল।

এর পাশাপাশি এই ভিডিয়োটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। দশ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাত লক্ষেরও বেশী মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। নেটিজেনরা ওই স্ট্রবেরিটি দেখে একেবারে মুগ্ধ। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored