অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সাতসকালে কলকাতার রেড রোডে একটি বিলাসবহুল গাড়ির ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। এই দুর্ঘটনায় রেড রোডে কর্মরত ২ জন সাফাইকর্মী সহ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ২ জন আরোহীও আহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, গাড়িটি এসএসকেএম হাসপাতালের দিক থেকে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ রেস কোর্সের সামনে থাকা পর পর কয়েকটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। এমনকি সেখানে কর্মরত দু’জন সাফাইকর্মীকেও ধাক্কা মারে। এরপর গাড়িটি একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা মারার পর প্রায় আটশো মিটার এগিয়ে গিয়ে উল্টে যায়। তাতে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। তারপর হেস্টিংস থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “গাড়িটি দ্রুতবেগে আসছিল। দুর্ঘটনার পর গাড়ির বেলুন খুলে যাওয়ায় আরোহীরা রক্ষা পেয়েছেন।” আপাতত পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। পাশাপাশি গাড়ির চালক মাদকাসক্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বিলাসবহুল গাড়িটির চালক ও আরোহী একটু সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। অনেক সময়ই অভিযোগ ওঠে যে, “সকালবেলার দিকে গাড়িগুলি অস্বাভাবিক গতিতে ছুটে যায়। যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।” এক্ষেত্রেও সেটা হয়েছে কি না, তা দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









