নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলো। আর এই ঘটনায় শোরগোল পড়ে যায়। মৃতার নাম ঝুমা কোঁড়া। বয়স ২৯ বছর। পেশায় ইটভাঁটার শ্রমিক। পরিবার সূত্রে জানা গেছে, চারদিন আগে দুবরাজপুরে কাজ করার সময় ঝুমার পায়ে ইট পড়ে গুরুতর চোট লাগে। ব্যথা মারাত্মক রূপ নিলে গতকাল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ঝুমা ভর্তি হওয়ার পর থেকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। আজ সকালে একটি ইনঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু ইনঞ্জেকশন দেওয়ার পরই ঝুমার মৃত্যু হয়। পরিবারের দাবী, “আমাদের মেয়ের অবস্থা ওতটা খারাপ ছিল না। চিকিৎসকরা বলেন, ‘সকালবেলা একটা ইঞ্জেকশন দিতে হবে।’ আর তারপরই হঠাৎ করে অবনতি।” পরিবারের সদস্যরা হাসপাতালের গাফিলতিকেই দায়ী করেছে।
এই ঘটনার পর ঝুমার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রাও চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে, হাসপাতালের সুপার বলেছেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
Sponsored Ads
Display Your Ads Here