নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল মধ্য রাতেরবেলা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির ট্রলিব্যাগের হাতল থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা। ভারতীয় টাকায় যার আনুমানিক মূল্য ৬৪ লক্ষ টাকা।
জানা গেছে, সুরিন্দর সিংহ রিহাল নামে এক জন ব্যক্তি ব্যাঙ্কক থেকে আসা এয়ারলাইন্সের বিমানে ট্রলিব্যাগের হাতলে বিদেশী নোট মুড়িয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু ট্রলিব্যাগ পরীক্ষার সময়ে হাতলের ভিতরে সন্দেহজনক কোনো বস্তুর ছবি ধরা পড়তেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
শুল্ক বিভাগ সূত্রের খবর, এরপরই ওই ট্রলিব্যাগ থেকে ৬৮ হাজার ৪০০ ইউরো ও নিউজিল্যান্ডের পাঁচ হাজার ডলার উদ্ধার হয়। সুরিন্দর এতো টাকা নিয়ে আসছেন কেন তা নিয়ে কোনো সদুত্তরের পাশাপাশি কোনোরকম নথিপত্র দেখাতে না পারায় শুল্ক দপ্তর তাকে আটক হয়েছে।