Indian Prime Time
True News only ....

বিধি লঙ্ঘনের দায়ে কমিশনের তরফে চিঠি পাঠানো হলো ভবানীপুরের বিজেপি প্রার্থীকে

- sponsored -

- sponsored -

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল মনোনয়নে যাওয়ার পথে ধুনুচি নাচ নেচে কমিশনের কোপে পড়লেন। প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এলগিন রোডের গোলবাড়ি মন্দিরে পুজো দিয়ে ঢাকঢোল পিটিয়ে, ধুনুচি নাচ নেচে এক বর্ণাঢ্য শোভাযাত্রর মাধ্যমে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দিতেই তৃণমূল আপত্তি তুলেছে। নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীর সাথে ৫০ জনের বেশী মানুষ থাকতে পারবেন না। এই পরিপ্রেক্ষিতেই রিটার্নিং অফিসার এই নোটিশ জারি করেছেন।

এই বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ বলেন, ”নির্বাচন কমিশন জানতে চেয়েছেন আমরা কোভিড বিধি মেনেছি কি না। আমরা কমিশনকে তার উত্তর দেব। আমরা কোভিড বিধিনিষেধ বজায় রেখেছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা টিব্রিওয়ালকে কেউ আশীর্বাদ করলে অথবা দেখতে এলে তাতে যে জন সমাগম হয় তার দায় ওঁর নয়”।

- Sponsored -

- Sponsored -

এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বলেছেন, “কমিশনের চিঠি পেয়েছি, জবাব দেব। তবে আমি কোনো নিয়ম ভাঙিনি। শুভেন্দুদা আমার গাড়িতে ছিলেন। অর্জুন সিং, দিনেশ ত্রিবেদীরা অন্য গাড়িতে করে সোজা কমিশনের অফিসে পৌঁছেছিলেন। আমার গাড়িতে কোনো পতাকাও ছিল না। রাস্তায় ক’টা গাড়ি থাকবে, কারা আসবে যাবে, আমার সেটা দেখার দায়িত্ব নয়।

নির্বাচন কমিশনের অফিসের বাইরে যখন ভিড় জমেছিল তখন পুলিশ কী করছিল? জমায়েতকারীদের কেন সরিয়ে দেওয়া হয়নি? এরপর তৃণমূলকে নিশানা করে জানিয়েছেন, আসলে ওঁরা আমাকে ভয় পেয়েছে। তাই যেভাবে হোক আমার প্রচার আটকাতে চাইছে। এখন কিছু করতে না পেরে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছেচ চিঠি দিয়েছে”।

অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলে দিয়েছেন, “প্রিয়াঙ্কা নিয়ম জানেন না। তাই এতো কথা বলছেন। ওনার নিয়ম শিখতে শিখতে এই ভোট কেটে যাবে”।

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored