সীমান্ত লাগোয়া এলাকা থেকে উদ্ধার প্রচুর অবৈধ অস্ত্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদীয়ার চাপড়ার আলফা ও বেতবেড়িয়া এলাকার মাঝখানে কাঁটাতারের খুব কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি এয়ারগান এবং সেগুলিকে একনলা বন্দুকে পাল্টে ফেলার যন্ত্রাংশ।

পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালান। এদিকে পুলিশ আসার খবর পেয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরবাইকও পাওয়া গিয়েছে। কিন্তু মোটর বাইকটির নম্বর প্লেটের পাশাপাশি ইঞ্জিন ও চেসিসের নম্বরও মোছা হয়েছে যাতে সেটি থেকে কোনো সূত্র না পাওয়া যায়।


পুলিশের অনুমান, আগামী জানুয়ারী মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন। ফলে এর আগে দুষ্কৃতীরা বন্দুক তৈরী করে তা পাচারের কারবারে নেমে থাকতে পারে। এছাড়া দাবী করা হয়েছে, উদ্ধার হওয়া এয়ারগানগুলি উন্নত মানের। এক একটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা। তবে যেখানে বন্দুক জোড়া লাগানো হচ্ছিল সেই এলাকা বিএসএফের নজরদারির আওতায় পড়ে।


তাদের নিজস্ব গোয়েন্দা শাখাও আছে। তাও এই অস্ত্র পাচার কারবার চলছে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিএসএফের কৃষ্ণনগর সেক্টর সদরের ডিআইজি সঞ্জয় কুমার বলেন, “বিষয়টি আমার জানা নেই। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031