নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ হরিয়ানার একটি ছোটো জেলা ঝিন্দ। এই ঝিন্দ জেলার পুরোনো আনাজ মান্ডির কাছে আচমকাই একটি বাড়ির তিনতলাতে একটি বিশাল আকারের ষাঁড় উঠে পড়ে। যার জেরে বাড়ির সকলেই ভয়ে শিউরে উঠেছিল। বাড়ির সদস্যরা কোনোক্রমে তাকে ছাদ থেকে নামাতে না পারায় শেষমেশ তারা জেলা প্রশাসনকে খবর পাঠায়। আর ষাঁড়টিকে কাবু করতে পশু বিভাগের চিকিৎসককেও ডেকে পাঠানো হয়। তারপর তারা ঘটনাস্থলে এসে ষাঁড়টিকে ইঞ্জেকশন দিয়ে ক্রেনের সাহায্যে নামান। ষাঁড়টিকে নামানোর সময় তার চারপাশে কাপড় দিয়ে ঘিরে নামানো হয়।
অতঃপর প্রায় ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় ওই ষাঁড়টিকে নামানো হয়। বাড়ির মালিক জানিয়েছেন, বৃষ্টির হাত থেকে বাঁচতে ষাঁড়টি ছাদে উঠে পড়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
বিশালাকার এই ষাঁড়টিকে দেখতে প্রচুর মানুষের জমায়েত হয়।