নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ সকাল ৬ টা ২৭ মিনিট নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের নামচি এলাকা। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল না। রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল বলে জানা গিয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে প্রথম এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও এই ভূমিকম্পের কথা জানিয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল। তাই বড় কনও ক্ষতির সম্ভাবনা নেই। ভোরে অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মানুষ ভূমিকম্প টেরও পাননি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে, কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র। এছাড়া, উল্লেখযোগ্য বড় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। নামচিতে বড় মাপের কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়িতেও হালকা কম্প অনুভূত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here