নিজস্ব সংবাদদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের কোটায় ফের পড়ুয়ার রহস্যমৃত্যু। শুক্রবার কোটায় একটি বহুতলের ন’তলা থেকে নীচে পড়ে মারা গিয়েছেন ১৯ বছরের এক পড়ুয়া। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

মৃত পড়ুয়া মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা। গত ২ বছর ধরে মায়ের সঙ্গে কোটায় থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ। ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই পড়ুয়া। এ দিন ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার ময়নাতদন্ত হবে, তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ওই পড়ুয়ার বাবা ভোপাল থাকেন, পেশায় ইঞ্জিনিয়ার।

পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়া কী ভাবে ন’তলা থেকে নীচে পড়লেন, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ওই বহুতলের ব্যালকনি, বাইরের অংশ খুঁটিয়ে দেখা হচ্ছে। বহুতলের কোন অংশ থেকে কেউ পড়তে পারেন, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। ওই বহুতলের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সূত্র জোগাড় করছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি।
Sponsored Ads
Display Your Ads Here









