ব্যুরো নিউজঃ থাইল্যান্ডঃ মৌসুমী বৃষ্টির জেরে মালয়েশিয়া ও দক্ষিণ তাইল্যান্ড বন্যায় ভাসছে। ফলে একদিকে যেমন অন্তত ২৫ জনের মৃত্যু ঘটেছে। তেমন হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মতে, তিন লক্ষেরও বেশী পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জোরকদমে উদ্ধারকাজও চলছে।
এবার এই আবহে গত ১ লা ডিসেম্বর থাইল্যান্ডের পাত্তানি প্রদেশের ক্যামেরাবন্দি করা একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নেটাগরিকরা রীতিমতো স্তম্ভিত। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তা দিয়ে একটি দৈত্যাকার অজগর এঁকেবেঁকে চলছে। আর আস্ত একটি কুকুরকে গিলে ফেলায় তার পেট ফুলে ফেঁপে একেবারে ঢোল। দেহ বাইরে থাকলেও মুখ জলে ডুবিয়ে রাখে অনেক কষ্ট করে চলাফেরা করছে।
Sponsored Ads
Display Your Ads Here
‘অ্যামেজিং নেচার’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। আর কুড়ি লক্ষ বারের বেশী দেখা এই ভিডিয়োটিতে লাইকের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে নেটিজেনরা অনেকে অনেক মন্তব্যও করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here