নিজস্ব সংবাদাতাঃ উত্তরাখণ্ডঃ আজ আবারও উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথ ধামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে। এদিন এয়ার অ্যাম্বুলেন্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি যান্ত্রিক গোলযোগের কারণে জরুরী অবতরণ করার সময় ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে একজন পাইলট সহ এক জন রোগী ও এক জন চিকিৎসক ছিলেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সূত্রের খবর, বিধ্বস্ত হেলিকপ্টারটি ঋষিকেশ এইমসের একটি এয়ার অ্যাম্বুলেন্স। খবর অনুযায়ী, রোগীকে কেদারনাথ ধাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঋষিকেশ এইমসে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে হেলিকপ্টারের পিছনের অংশ ভেঙে দু’ভাগ হওয়ার ফলে ক্র্যাশ ল্যান্ডিং করে। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরকাশী যাওয়ার সময় কেদারনাথ হেলিপ্যাড থেকে মাত্র কুড়ি মিটার দূরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছ’জন তীর্থযাত্রী মারা যান। আবার বেশ কয়েকদিন আগে, বদ্রীনাথ ধামে একটি হেলিকপ্টারের জরুরী অবতরণও করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here