মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার আগরপাড়ার মহাজাতি নগর এলাকায় একটি বাড়িতে অবাধে লুঠপাট চালানোর অভিযোগ ওঠে এক ডাকাত দলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, পেশায় পরিবহণ ব্যবসায়ী দিগম্বর সিংহের কলকাতার বড়বাজারে ব্যবসা রয়েছে। আর বাড়ির কাছাকাছি একটি দোকান রয়েছে। গতকাল পরিবারের সদস্যরা বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে রেখে দীপাবলির কেনাকাটা করতে কলকাতায় গিয়েছিলেন। আর ওই সুযোগে প্রায় সাত জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র হাতে ঘরে ঢুকে পড়ে।
এরপর প্রতিবন্ধী যুবতীর হাত-পা বেঁধে গহনা, নগদ টাকা সহ আসবাবপত্র লুঠ করে পালিয়ে যায়। তারপর পরিবারের সদস্যরা বাড়িতে এসে পুলিশের কাছে খবর দিলে খড়দহ থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে। এছাড়া এই ডাকাতির সাথে কারা যুক্ত ছিল তা জানার চেষ্টা চলছে।