মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল গভীর রাতেরবেলা উত্তর চব্বিশ পরগণার উত্তর ব্যারাকপুর পৌরসভার ইছাপুর রামনগর এলাকায় তৃণমূলের আট নম্বর ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্রের বাড়ির সামনে বোমাবাজির করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ওই দুষ্কৃতীরা একটি বাইকে করে এসে ওই এলাকায় বোমা ছুঁড়ে চম্পট দেয়। আর এই ছবি চন্দনবাবুর বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। নোয়াপাড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
এর পাশাপাশি উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান ও আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থল পরিদর্শনে আসেন। যদিও এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া ঘোষ ঘটনার বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, “দুষ্কৃতীদের দ্বারা এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে। এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই।”