মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ার ঘোষপুরে দু’টি বাসের রেষারেষির জেরে এক জন কিশোরকে প্রাণ হারাতে হলো। মৃত ছাত্রের নাম সোলেমন মিস্ত্রি । বয়স ১৫ বছর। এই ঘটনার প্রতিবাদে ঘণ্টাখানেক এলাকাবাসীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন ঘোষপুরের কাছে বাসন্তী হাইওয়েতে ধামাখালি-বারাসাত রুটের একটি বাস দাঁড়িয়েছিল। তখন একটি শ্যামবাজার-মালঞ্চ রুটের বাস পিছন দিক থেকে আসতে দেখে ধামাখালি-বারাসাত রুটের বাসচালক জোরে বাস চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় সোলেমন সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় ওই বাসের তলায় চাপা পড়ে মৃত্যু হয়। এরপরই স্থানীয়রা বাসচালককে মারধর করেন। রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি অবিলম্বে ঘোষপুরের কাছে স্পিড ব্রেকারের দাবী তোলেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয়দের কথায়, “যে গতিতে বাস চলে, তাতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বাস চলাচল নিয়ন্ত্রণ না করলে যেকোনো দিন আরো বড়ো দুর্ঘটনা ঘটবে।” স্থানীয়রা পুলিশের কাছে বাসচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবী তোলেন। অবশেষে পুলিশ মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here