মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার হাড়োয়ার ঘোষপুরে দু’টি বাসের রেষারেষির জেরে এক জন কিশোরকে প্রাণ হারাতে হলো। মৃত ছাত্রের নাম সোলেমন মিস্ত্রি । বয়স ১৫ বছর। এই ঘটনার প্রতিবাদে ঘণ্টাখানেক এলাকাবাসীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয়দের কথায়, “যে গতিতে বাস চলে, তাতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বাস চলাচল নিয়ন্ত্রণ না করলে যেকোনো দিন আরো বড়ো দুর্ঘটনা ঘটবে।” স্থানীয়রা পুলিশের কাছে বাসচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবী তোলেন। অবশেষে পুলিশ মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।