ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ আজ ভোরবেলা নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে পেস ইউনিভার্সিটি ও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছের পার্কিং কাঠামোতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলার একটি গ্যারেজ। এই ঘটনায় মারা গেছেন ১ জন শ্রমিক ও আহত হয়েছেন প্রায় পাঁচ জন শ্রমিক।
এদিকে গাড়ি রাখার এই গ্যারাজটির ভেঙে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, গ্যারেজ ভেঙে যাওয়ার পর একের পর এক গাড়ি পর পর নীচে পড়ে গিয়েছে। এছাড়া উদ্ধারকাজ এবং অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য ড্রোন ও রোবট মোতায়েন করা হয়েছে। এমনকি এই ঘটনায় দমকলবিভাগকে খবর দেওয়া হয়।
নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল জানান, ‘‘প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে, এটি একটি নিছকই দুর্ঘটনা। কেউ ষড়যন্ত্র করে কিছু করেছে বলে মনে হচ্ছে না।’’ এছাড়া দমকল বিভাগের প্রধান জন এসপোসিটো বলেন, ‘‘ওই কাঠামোটি ক্রমাগত ধসে যাওয়ায় দমকলকর্মীদের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ছিল।’’
এর পাশাপাশি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘‘এই কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২০০৩ সাল থেকে ওই কাঠামোটি সহ আরো পঁচিশটি কাঠামোকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল।’’