নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পর এবার গতকাল রানিবাঁধের বারো মাইল জঙ্গলে লাগলো আগুন লাগলো। ঝরা শুকনো পাতায় আগুন লাগতেই তা দ্রুত জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা বনদপ্তরের কাছে খবর দিলে বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ব্লোয়ার নিয়ে ঘটনাস্থলে এসে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাতভর জঙ্গলে আগুন নেভানোর কাজ চলতে থাকে।
এমনিতে বারো মাইল জঙ্গল বন্যপ্রাণ সমৃদ্ধ বনাঞ্চল হিসাবে পরিচিত। এই জঙ্গলে ময়ূর, সজারু, হরিণ ও বুনো শুকর ছাড়াও বহু জীবজন্তু, পাখি এবং সরীসৃপ রয়েছে। এমন বনাঞ্চলে কে বা কারা আগুন লাগিয়েছে, বনদপ্তরের কর্মীরা সে ব্যাপারে জানতে তথ্য সংগ্রহ শুরু করেছেন। ঠিক তথ্য প্রমাণ পেলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। বনকর্মীদের তরফে জানানো হয়েছে, “সবার কাছে অনুরোধ যেন জঙ্গলে আগুন না লাগায়। এখানে অনেক ওষুধের গাছ আছে। অনেক ফলমূলের গাছ আছে সব নষ্ট হয়ে গেছে।”

- Sponsored -
উল্লেখ্য যে, গত সপ্তাহেই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাহাড়ে আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে তা কার্যত দাবানলে পরিণত হয়। প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এক সপ্তাহ যেতে না যেতেই আবারও রানিবাঁধ ব্লকের বারো মাইলের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।