নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ গভীর রাতে জয়পুর-অজমের হাইওয়েতে একটি ট্যাঙ্কারের সঙ্গে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সংঘর্ষের জেরে পর পর বিস্ফোরণে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। প্রবল বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে। বিস্ফোরণের অভিঘাত এমনই ছিল যে, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর কিছু সিলিন্ডার কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। এই ঘটনায় প্রায় ৩ জন আহত হয়েছেন।
সূত্রের খবর, রাতেরবেলা হাইওয়ের ধারে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি দাঁড়িয়েছিল। তখনই আচমকা পিছন থেকে একটি নিয়ন্ত্রণহীন তেলের ট্যাঙ্কার ওই ট্রাকে ধাক্কা দিতেই সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে আগুন লেগে যায়। ওই আগুনে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। এই দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক সহ দু’-তিনজন আহত হয়েছেন। কিন্তু ট্রাকের চালক ও খালাসীরা পলাতক। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে দমকলকর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি চালক এবং খালাসীদের খোঁজ শুরু করেন। জেলাপ্রশাসনের কর্তারাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। জয়পুর এক এর সিএমএইচও রবি শেখাওয়াত জানান, “এখন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের অবস্থা স্থিতিশীল।”
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া ঘটনাস্থলে পৌঁছে বলেন, “আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ওই দুর্ঘটনা ঘটেছে কিভাবে, তা তদন্ত করে দেখা হচ্ছে।” এই পরিস্থিতিতে সাময়িক ভাবে হাইওয়েতে যানচলাচলও বন্ধ করে দেওয়া হয়।