চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলা এলাকার লি মেমোরিয়াল নামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ফলে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। তবে পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরী হয়।
জানা গেছে, বিদ্যালয়ের উপরতলায় আগুন লাগার পর ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রাই দমকল বিভাগকে খবর দেন। আর উপরতলায় শিক্ষকদের হস্টেল থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরী হয়। দমকল কর্মীরা খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এই অগ্নিকাণ্ডের জেরে হস্টেল ও বিদ্যালয়ের দু’টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বইপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল সূত্রে জানা যায়, আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা না গেলেও প্রাথমিক ভাবে শর্ট সার্কিট বা এমনই কোনো বৈদ্যুতিন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু অগ্নিকাণ্ডের কারণ জানতে ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here