নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালে হাওড়ার বাঁকড়ার ঝিলপাড়া এলাকায় চটের বস্তা তৈরীর কারখানায় আচমকা আগুন লেগে বিস্তীর্ণ অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে। চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, এদিন সকাল সকাল কারখানা চালু হয়ে গিয়েছিল। শ্রমিকেরাও এসে গিয়েছিলেন। কিন্তু সকালবেলা ৮টা নাগাদ বস্তায় আগুন লেগে যায়। আর কারখানাটিতেও প্রচুর পরিমাণে চটের বস্তা মজুত থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক বস্তার স্তূপ পুড়ে ছাই হয়ে যায়। শ্রমিকেরা আগুন দেখে ঠিক সময় বেরিয়ে আসতে পারায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে এই অগ্নিকাণ্ডের পরই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সময় মতো আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু কি থেকে এই আগুন লাগলো, তা স্পষ্ট ভাবে জানা না গেলেও গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।