চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ধর্মতলায় কলকাতা পুরনিগমের পাশেই একটি পানশালায় আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। যে ভবনে আগুন লেগেছিল, তার উপরে কিছু অফিস সহ কয়েকটি পরিবারও রয়েছে। স্থানীয়রা ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ব্যবসায়ীরাও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাস্তায় নেমে পড়েন। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে প্রথমে দু’টি ইঞ্জিন নিয়ে আসেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরো তিনটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বারের সাথে থাকা রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুন লেগে গিয়ে পানশালার অনেকাংশ পুড়ে গিয়েছে। যদিও দমকল কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এমনিতে, ধর্মতলা অত্যন্ত জনবহুল এলাকা। আর পরপর দোকান, রেস্তোরাঁ সব রয়েছে। সকালবেলা থেকেই বহু মানুষের আনাগোনা শুরু হয়। ফলে সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরো বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
এদিকে, এই দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণের জন্য ধর্মতলার ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষও সমস্যার মধ্যে পড়েন। কিন্তু যে দোকানে আগুন লেগেছিল, সেখানে কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও দমকল কর্মীরা আগুন লাগার কারণ সহ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।