নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ আজ ভোরবেলা শ্রীনগরের ডাল লেকের নয় নম্বর ঘাটের কাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি হাউসবোট নিমেষে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর ফলে কয়েক কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়ে গিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ডের পর তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডের জেরে অন্তত পাঁচটি হাউসবোট সহ তিনটি ঘর পুড়ে গিয়েছে। কিন্তু আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই ডাল লেক পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র। বহু পর্যটকই ডাল লেকে হাউসবোটে থাকেন। আর সেই হাউসবোটে অগ্নিকাণ্ডের কারণে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code