নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ দু’টি ভিন্ন ঘটনায় মুম্বই বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের আধিকারিকদের তৎপরতায় বাজেয়াপ্ত হলো ৬১ কেজি সোনা। যার আনুমানিক বাজার মূল্য ৩২ কোটি টাকা।
বিমানবন্দর শুল্ক দপ্তর সূত্রে জানা যায়, সোনা পাচারের অভিযোগে দুই জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই সাত জন পাচারকারী তানজানিয়া থেকে ফিরছিলেন। যাদের মধ্যে চার জন ভারতীয় ছিলেন। এই সোনা পাচারের জন্য বিশেষ বেল্ট তৈরী করা হয়েছিল।
সেই বেল্টের মধ্যে লুকিয়েই সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল। দু’জনের প্রত্যেকের কাছে ১৪ কেজি করে সোনার বার ছিল। বাকি দু’জনের মধ্যে এক জনের কাছে ১৩ কেজি ও অন্য জনের কাছে ১২ কেজি সোনা ছিল। যার বাজার মূল্য প্রায় সাড়ে ২৮ কোটি টাকা।
জেরায় ধৃতেরা দাবী করেছেন, “দোহা বিমানবন্দরে সুদানের এক নাগরিক তাদের সোনার বারগুলি দিয়েছিলেন।”
অন্য একটি ঘটনায় তিন জন যাত্রীর কাছ থেকে ৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বর্তমানে যার বাজার মূল্য ৪ কোটি ৮ লক্ষ টাকা।