নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার বোনা এলাকার বাসিন্দা প্রলয় ঘোষ নামে এক জন গাড়ি চালকের কয়েক মিনিটের মধ্যেই প্রায় ৬০ হাজার টাকা খোয়া গেল। এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে গিয়েছে, কয়েক দিনের মধ্যেই প্রলয়ের এটিএমের মেয়াদ শেষ হবার কথা। কিন্তু গতকাল দুপুরবেলা আচমকা ব্যাঙ্কের নাম করে একটি ফোন আসলে দীর্ঘক্ষণ কথোপকথনের মাঝে একটি ওটিপি চাওয়া হয়। এরপর সে ওটিপি নম্বার দিয়ে দেন।
এরপরই অ্যাকাউন্ট থেকে প্রথমে ৪ হাজার ৬৯৯ টাকা, তারপর দফায় দফায় ২১ হাজার টাকা, ২৯ হাজার টাকা ও শেষে ৬ হাজার টাকা কেটে নেওয়া হয়। বেগতিক বুঝে হন্তদন্ত হয়ে পুনরায় সেই নাম্বারে ফোন করলেই বলা হয় “ইন্টারনেট পরিষেবার জন্য তুমি বেঁচে গেছ না হলে তোমার অ্যাকাউন্ট সাফ হয়ে যেত।”
আর এই কথাগুলি বলার পরই ফোনের ওপার থেকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। তারপর প্রলয় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করেন।