নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার পথে কুকুরে মুখে মৃত ভ্রূণ শিশুকন্যা দেখতেই পথ চলতি সকলে আঁতকে ওঠেন। এরপর প্রত্যক্ষদর্শীরা তাড়া করতেই কুকুরটি মৃত শিশুকন্যাকে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। কিন্তু শিশুকন্যাটি অপরিণত। অনুমান করা হচ্ছে যে, শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই অপারেশন করে ভ্রূণ বের করে ফেলে দেওয়া হয়েছে।
তবে এই মৃত শিশুকন্যা কোথা থেকে এসেছে, পুলিশ সেই খোঁজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, “রানীগঞ্জে কোনো নার্সিংহোম বা বেসরকারী হাসপাতালে নিশ্চয় অবৈধভাবে ভ্রুণ অপারেশন করা হয়েছিল। এরপর মৃত সদ্যোজাতের দেহ নর্দমা বা আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে। এছাড়া এমনটাও অনুমান করা হচ্ছে যে, কোনো কুমারী মেয়ে বাড়িতে গোপনে কোয়াক ডাক্তারকে দিয়ে অপারেশন করিয়ে এই শিশুকন্যাকে ফেলে দিয়েছে।” আপাতত এলাকাবাসী এই ঘটনার তদন্তের দাবী তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে এই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানানোর পর রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই মৃত শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনূস জানিয়েছিলেন, “২০২৩ সালের জানুয়ারী মাস থেকে নভেম্বর মাস অবধি যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে, তাতে দেখা যাচ্ছে জেলার কয়েকটি জায়গায় কন্যা সন্তানের জন্মের হার কিছুটা কম। তার মধ্যে রানীগঞ্জ অন্যতম।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিন আবারও শিশুকন্যার দেহ রাস্তায় পড়ে থাকায় কন্যা ভ্রূণ হত্যার বিতর্ক যেন উস্কে দিল। এছাড়া এদিন বিজেপি এই প্রসঙ্গে অভিযোগ করেন যে, ‘‘এই সমস্যা দূর করতেই প্রধানমন্ত্রী ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচী নিয়েছিলেন। সারা বাংলায় একটিও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ হোর্ডিং পাওয়া না। আজ তার প্রতিফলন দেখা যাচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here