নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লি এলাকায় পাথর খাদানে ভয়াবহ ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। মৃত শ্রমিকদের পরিবার-পরিজনদের মধ্যে কান্নার রোল ভেসে উঠেছে।

খনি শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, এদিন খনিতে জোরকদমে কাজ চলছিল। প্রায় চল্লিশ জন শ্রমিক উপস্থিত ছিলেন। কিন্তু আচমকা কম্প্রেসন মেশিন দিয়ে পাহাড়ে গর্ত করার সময়ে ধস নামে। আর মূহুর্তের মধ্যে সুবিশাল পাথর গড়িয়ে পড়তে শুরু করে। এরপর শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। খাদানের মধ্যেই একাধিক শ্রমিক আটকে পড়েন। তবে আটক পড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা সঠিক জানা যায়নি।

এদিকে, ধসের খবর পাওয়ার পরই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সহ এসডিএমও উপস্থিত হয়েছেন। দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। আটকে পড়া শ্রমিকদের আত্মীয়রাও খবর পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে খাদানে ছুটে এসেছেন। এমনকি খাদান কর্তৃপক্ষও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। শ্রমিকদের আত্মীয়স্বজনদের সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, এদিনই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোনভদ্র জেলা সফরে এসে একটি জনসভাও করেন। যোগী সভাস্থল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই পাথর খাদানে ধস নামে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









