চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার বানতলার চর্মনগরীর জোন ৫-এ একটি চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। এই আগুন এক তলার গুদামে লাগার পর তা পর পর চারটি তলায় দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে।
দমকল বাহিনী খবর পেয়ে একে একে দমকলের ১৫ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। আর ভিতরে আটকে থাকা প্রায় কুড়ি জনকে মই ও বাঁশের মাধ্যমে দড়ির সাহায্যে নীচে নামানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে যথেষ্ট ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
দমকলমন্ত্রী সুজিত বসু অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানান, “ঝিরঝিরে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। আর যেহেতু এটি একটি চামড়ার কারখানা তাই সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। তাতেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানা সংলগ্ন এলাকায় বাজি ফাটানোর কারণে আগুন লেগে থাকতে পারে। এদিকে আগুনের আতঙ্কে এক জন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দমকলের তরফেও আগুন লাগার কারণ নিশ্চিত ভাবে জানানো হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here