অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাত ২টো ৩০ মিনিট নাগাদ কাঁকুড়গাছির লোহাপট্টির ১৫০ ঘোষবাগান লেনে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ থেকে এই আগুন লেগেছে বলে জানা গেছে। তবে এই অগ্নিকাণ্ডে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ হতেই এলাকাবাসীরা বেরিয়ে দেখেন, গোডাউনটি দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। এমনকি সিলিন্ডারটি ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একটি বাড়িতে গিয়ে পড়ে। আবার একটি জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পাশের একটি সুতোর কারখানায় পড়তেই সেখানেও ভয়ানক আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে প্রায় দু’কিলোমিটার দূর থেকেও আওয়াজ শোনা যায়। পঁচিশ মিনিট ধরে প্রায় একশোটিরও বেশী সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে। এই বিস্ফোরণের কম্পনে আশেপাশের বাড়ির সমস্ত কাচ ভেঙে চুরমার হয়ে যায়। টানা বিস্ফোরণের জেরে অনেক সিলিন্ডার রাস্তায় উড়ে গিয়ে পড়ে।

সিলিন্ডারের গোডাউনের পাশেই প্লাস্টিক ও লোহার গোডাউন থাকায় মুহূর্তের মধ্যে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে পনেরোটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি দ্বগ্ধ টিনগুলি সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডেও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। আর ওই গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









