রায়া দাসঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশে একটি বহুতলে আগুন লেগে যায়। ওই বহুতলে ক্যাফে, হোটেল ও অফিস আছে। নীচে একটি ব্যাঙ্কের কার্যালয়ও রয়েছে। এছাড়া একাধিক বাড়িও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
জানা গেছে, এদিন ওই বহুতলের একেবারে উপরের তলায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। এরপর দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন যাতে নীচের দিকে নেমে না যায়, সেই চেষ্টা চালান। তবে একেবারে উপরের তলায় একটি এক্সটেনশন রয়েছে, অর্থাৎ ছাদের উপর একটি পৃথক অস্থায়ী অংশ তৈরী করা হয়েছে, যাতে কোনো ঢালাইও নেই। অতএব, ওই অংশ তৈরী করার ক্ষেত্রে আদৌ পুরসভার অনুমতি দেওয়া হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
কিন্তু এই আগুন লাগলো কিভাবে? তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে শহরের অন্যতম ব্যস্ত রাস্তার কাছে এভাবে আগুন লাগায় যান চলাচল ব্যাহত হয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু এই প্রসঙ্গে জানান, “আমি জানতে পেরেছি ওখানে একটি গেস্ট হাউস আছে। ইতিমধ্যেই চারটি ইঞ্জিন কাজ করছে। আগুন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। ভিতরে কেউ নেই বলেই জানতে পেরেছি।”
Sponsored Ads
Display Your Ads Here