নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার করিমপুর থানা এলাকার গোয়াস দক্ষিণপাড়ার একটি গ্যাসের গুদামে ভয়াবহ আগুন লেগে তীব্র চাঞ্চল্য তৈরী হয়। জানা গিয়েছে, বাণিজ্যিক গাড়িতে বেআইনী ভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভর্তির সময় আচমকা আগুন লেগে যায়। এই ঘটনার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “দীর্ঘ দিন ধরে ওই গ্রামের বাসিন্দা সন্দীপ দেবনাথ রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে বিভিন্ন বাণিজ্যিক গাড়িতে কাটা গ্যাস বিক্রির ব্যবসা করেন। এলাকা জুড়ে রান্নার গ্যাসকে রীতিমতো বাণিজ্যিক ভাবে ব্যবহার করার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিনও সিলিন্ডার থেকে একটি গাড়িতে গ্যাস ভর্তি করার সময় অসাবধানতাবশত আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কেউই কোনো ব্যবস্থা নেয় না। যা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে অনেকের মৃত্যু হতে পারত।”
Sponsored Ads
Display Your Ads Here
দমকল সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে দোকানে একাধিক সিলিন্ডার রাখা ছিল। অগ্নিকাণ্ডের ফলে সেগুলিতেও একের পর এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তবে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিস্ফোরণের জেরে বেশ কয়েক জন সামান্য আহত হলেও কেউ গুরুতর আহত হননি।
Sponsored Ads
Display Your Ads Here