মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বসিরহাট থানার ব্যাঙপুকুর এলাকার একটি বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনে দুপুরে বড়োসড়ো চুরির ঘটনা ঘটে গেল। দুষ্কৃতীরা নগদ, গহনা সহ বেশ কিছু নথি নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিকের নাম মাহমুদ গাজি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন মাহমুদ গাজি কাজে বেরিয়ে যান। স্ত্রী তহমিনা গাজি ও ছেলেও কাজে বাইরে যান। দুপুরবেলা তহমিনা বাড়িতে এসে দেখেন চোর ঢুকে আলমারি ভেঙে সোনার গহনা এবং চল্লিশ হাজার টাকা সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে গিয়েছে। আসবাবপত্র সব উলটপালট করা। এরপর চেঁচামেচি শুরু হতেই এলাকাবাসীরা এসে দেখেন বাড়ির ছাদ থেকে চোরেরা বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে চুরি করে নিয়ে গিয়েছে। তারপর এলাকার পঞ্চায়েত সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পাশাপাশি বসিরহাট থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।