অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অফিস পাড়া বলতে সল্টলেকের নাম প্রথমেই উঠে আসে। সকালবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি সল্টলেক মূলত জমজমাটই থাকে। রাস্তায় লোকজনের যাতায়াত থেকে শুরু করে দোকানে কম-বেশী ভিড় চলতেই থাকে। কিন্তু এরইমধ্যে সল্টলেক সিটি সেন্টারের বাইরে একটি টায়ারের দোকানে চুরির ঘটনা ঘটে। যা শুনে তাজ্জব সকলে।
জানা যায়, টায়ারের দোকানের ভিতরে আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী, “সিটি সেন্টার ওয়ান মূলত জনবহুল এলাকা। ক্রমাগত গাড়ির যাতায়াত থাকে। মানুষ জনের যাতায়াতও চলতেই থাকে। কিন্তু এই জনবহুল এলাকার দোকানের মধ্যে চুরির ঘটনা সত্যি ভাবাচ্ছে।” এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
বিধাননগর উত্তর থানার পুলিশ এই চুরির ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভিতরে থাকা সিসটিভি ফুটেজ খতিয়ে দেখেন। আর ওই ফুটেজ দেখেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। পুলিশের তরফে জানানো হয়েছে, “দোকানেরই দীর্ঘদিনের এক কর্মচারী দোকান থেকে সমস্ত রকম গহনা নিয়ে গিয়ে চম্পট দিয়েছেন।” ইতিমধ্যে পুলিশ ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here