নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার ইংরেজবাজার পুরসভার পার্কিংয়ে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হলো কাটা মুণ্ড। মুণ্ডটির কিছু অংশ পচন ধরতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এলাকাবাসীরা পুরসভার পার্কিংয়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহবশত ব্যাগটি খুলতেই রীতিমতো চমকে ওঠেন। দেখেন ব্যাগের ভিতরে কাটা মুণ্ড রয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কাটা মুণ্ড উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, কোনো ব্যক্তিকে খুন করে মুণ্ডটি কেটে ব্যাগে ভরে পার্কিংয়ে ফেলে যাওয়া হয়েছিল। ফলে মুণ্ডটি কার আর কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এই খুন কত দিন আগে হয়েছিল তা জানার পাশাপাশি ওই মুণ্ড কে বা কারা পার্কিংয়ে ফেলে গিয়েছে তা খুঁজে বার করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।