নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কানপুরে রেল লাইনের উপর আবার লাল সিলিন্ডার রাখার অভিযোগ উঠলো। তবে পুস্পক এক্সপ্রেসের ট্রেন চালক দূর থেকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন। অল্পের জন্য যাত্রীরা রক্ষা পান। নাহলে বড়োসড়ো বিপদ ঘটতে পারত।
রেল সূত্রে খবর, রবিবার এক্সপ্রেসটি মুম্বই থেকে লখনউ যাচ্ছিল। কিন্তু বিকেল ৪টে নাগাদ গোবিন্দপুরী স্টেশনের কাছে পৌঁছাতেই চালক লাইনে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। এরপর ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। আর ট্রেন থেকে নেমে দেখেন, লাইনে আগুন নেভানোর গ্যাস ভরা সিলিন্ডার পড়ে রয়েছে। চালক জানান, “ট্রেনের গতি কম থাকার জন্য ট্রেন থামাতে সুবিধা হয়েছে। নয়তো বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত।”
এদিকে, বিষয়টি কন্ট্রোলরুমে জানানোর পর তাদের নির্দেশে চালক সিলিন্ডারটি কানপুর সেন্ট্রালে পৌঁছে দেন। পুলিশ খবর পেয়ে এই মামলা রুজু করে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, “সেকশন ইঞ্জিনিয়ার ওই সিলিন্ডারটি ইস্যু করেছেন। তবে ট্রেন লাইনে এটি পড়ে রয়েছে কিভাবে তা তদন্ত করে দেখা যাচ্ছে। অন্যদিকে, শনিবার একটি প্যাসেঞ্জার ট্রেন চিত্রকূট ডিভিশনের বান্দা থেকে বুন্দেলখণ্ড ডিভিশনের মাহোবার দিকে যাওয়ার সময় রেললাইনের উপর কংক্রিটের পিলার দেখতে পেতেই আচমকা ব্রেক কষে কোনোক্রমে রক্ষা পান।