চয়ন রায়ঃ কলকাতাঃ শহরে ফের দাউদাউ করে জ্বলে উঠলো বহুতলের একটি অংশ। আজ দুপুর নাগাদ বেকবাগান এলাকার এজেসি বোস রোডের কৃষ্ণা বিল্ডিংয়ের পাঁচ তলায় আগুন লাগে। আর গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের প্রকোপে ফ্লোরের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর নেই।
জানা যাচ্ছে, যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা একটি কমার্শিয়াল বিল্ডিং। অর্থাৎ, সেই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই বহুতলে কর্মরতদের নিরাপদ ভাবে বের করা আনা হয়। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বিভাগ দমকলের আটটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। আর এখনো যারা ভিতরে রয়েছেন তাদেরও নিরাপদে বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস উড়ালপুলের উপর থেকে ওই বহুতলে জল ছেটাচ্ছেন। এছাড়া, পাশের বহুতলের উপর উঠেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু অগ্নিকাণ্ডের কারণ সঠিক ভাবে জানা না গেলেও দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পরে তা ওই অফিসের অন্যত্র ছড়িয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণ আনার পরই আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করে দেখা হবে। উল্লেখ্য, চলতি মাসেই কলকাতায় পর পর বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসে।
Sponsored Ads
Display Your Ads Here