চয়ন রায়ঃ কলকাতাঃ আজ হঠাৎ করেই আলিপুর চিড়িয়াখানার খাঁচা থেকে একটি শিম্পাঞ্জি বেরিয়ে আসার ঘটনায় চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিম্পাঞ্জি বেরিয়ে আসতেই বন্ধ করে দেওয়া হয় মেইন গেট। বেশ খানিকক্ষণ পর ঘুমপাড়ানি গুলি মেরে বাগে আনা হয় শিম্পাঞ্জিটিকে।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, সকালবেলা ১০ টা বেজে ২৩ মিনিটে ঘটনাটি ঘটে। শিম্পাঞ্জিটির নাম বুড়ি ছিল। সকালবেলা চিড়িয়াখানার কর্মীরা খাবার দিতে গেলে তখনই সে কোনোভাবে খাঁচার কোণার দিকের গেট খোলা পেয়েই বেরিয়ে যায়।
এরপর গোটা চিড়িয়াখানার ভিতর ঘুরতে শুরু করে। এছাড়া জল খেতেও দেখা যায়। তবে মেইন গেট সাথে সাথে বন্ধ করে দিয়ে ওই শিম্পাঞ্জিটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে বাগে আনার চেষ্টা করে। অবশ্য চিড়িয়াখানার কর্মীদের ওই শিম্পাঞ্জিটিকে বাগে আনতে বেশ বেগ পেতে হয়।
তারপর বেশ খানিকক্ষণের চেষ্টায় তাকে বাগে আনা সম্ভব হয়। এরপরেই ওই শিম্পাঞ্জিটিকে খাঁচায় ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখনো অবধি এই বিষয়ে কিছু জানায়নি।