নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ গতকাল রাতেরবেলা বেঙ্গালুরুর জেজে নগর থানা এলাকার ভিএস গার্ডেনের কাছে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে শোরগোল ছড়ালো। রথের শোভাযাত্রা চলাকালীন ভক্তদের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে এক দল দুর্বৃত্তের বিরুদ্ধে।

সূত্রের খবর, এদিন রাতেরবেলা ৮ টা নাগাদ জগজীবন রাম নগরে স্থানীয় ওম শক্তি মন্দির থেকে রথ যাত্রা বের হয়। ভক্তরা দেবতাকে রথে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শোভাযাত্রা চলাকালীন দুষ্কৃতীরা রথ ও ভক্তদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ ওঠে। আর এই পাথর বৃষ্টির জেরে এক জন শিশু এবং নাবালিকা মেয়ের মাথায় আঘাত লেগেছে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে পাথরের আঘাতে ওই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবী করা হয়েছে।

ভক্তরা অভিযোগ করেছেন, “অন্ধকারের আড়ালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা উত্তেজনা ছড়াতেই পাথর ছুঁড়েছে।” এই ঘটনার পর ভক্তরা জেজে নগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি দুর্বৃত্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়। পুলিশ একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। সেই সাথে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ ইয়াতিশ এনবি পরিস্থিতি পর্যালোচনা করতে থানা পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের শনাক্ত করার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









