ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ সকাল থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশের রাজধানী ঢাকা। আগামী বছর বাংলাদেশে সংসদীয় নির্বাচন হওয়ার কথা। তাই আজ প্রধান বিরোধী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলি শহরে মহাসমাবেশের ডাক দেয়। কিন্তু এই গোলাপবাগের এই সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় বিএনপি সমর্থক এবং পুলিশের সংঘর্ষে গোটা শহর অশান্ত হয়ে ওঠে।
বিএনপি সমর্থকরা সদর দপ্তরের সামনে জমায়েতের কারণে পুলিশ লাঠিও চালিয়েছে। এছাড়া এই ঘটনায় এখনো অবধি দলের মহাসচীব মির্জা ফকরুল ইসলাম আমলগির, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস সহ পাঁচশো জন নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। পুলিশ বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে বিরোধী শিবিরের অভিযোগ যে, পুলিশ বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ জমায়েতে লাঠি, কাঁদানে গ্যাস ও রবার বুলেট চালিয়েছেন। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে সমাবেশের অনুমতি দিতে দেরী করেছে বলেও অভিযোগ তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় সংসদীয় নির্বাচনের দাবীতে আয়োজিত ওই মহাসমাবেশে জয়নুল আবেদিন ফারুক, মিজানুর রহমান মিনু এবং গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here