নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ ২০১৬ সালের ৮ ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন। এরপর প্রায় সাড়ে চার বছর পর দুর্গাপুরে্র ২২ নম্বর ওয়ার্ডের একটি জঙ্গল থেকে ৫০০ টাকার পুরনো নোট উদ্ধার হলো।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, অন্যান্যদিনের মতো আজ সকালে ১০০ দিনের কর্মীরা জঙ্গল পরিষ্কারের কাজে গিয়েছিলেন। কিন্তু আচমকা ওই কর্মীরা দুর্গাপুরের সি জোনে জঙ্গল পরিষ্কার করার সময় একটি ব্যাগ দেখতে পান। তারপর ব্যাগটি খুলতেই দেখেন ব্যাগ ভর্তি পুরনো ৫০০ টাকার নোট রয়েছে। এরপরই পুরো বিষয়টি পুলিশের কাছে খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Hereদুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটির মধ্যে ৩০ থেকে ৪০ হাজার টাকা পাওয়া যায়। ওই টাকা কোথা থেকে কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।