নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ রানীগঞ্জ-মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের নলহাটি থানার মোস্তফা ডাঙাপাড়া মোড়ের কাছে একটি যাত্রী বোঝাই বেসরকারী বাস বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। এর জেরে আহত হয়েছেন বেশ কয়েক জন বাসযাত্রী। এছাড়া বাইক আরোহীও গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, “দ্রুত গতিতে বাইকটি জাতীয় সড়ক ধরে নলহাটির দিকে আসছিল। আর উল্টো দিক থেকে একটি যাত্রীবাহী বেসরকারী বাস যাচ্ছিল। তখন আচমকাই বাইক আরোহী বাসের সামনে চলে আসতেই চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে।” এই দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। তবে ওই অবস্থায় বাসের চালক বাস ফেলে পালিয়ে যান।
অন্য দিকে, বাইক আরোহীও ছিটকে পড়েন। এরপর স্থানীয়রাই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। এই দুর্ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। নলহাটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠায়। আর বাসটিকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি বাসটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছেন।