অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ঠাকুরপুকুর থানা এলাকার জোকার স্মাইল রোডের ধার থেকে নীল প্লাস্টিকে মোড়া পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু মৃতকে শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীরা প্রথমে প্লাস্টিকে মোড়া দেহ দেখতে পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করতেই সকলে হকচকিয়ে ওঠে। এরপর মৃতদেহ বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এখনো অবধি মৃতের পরিচয় জানা যায়নি। কিন্তু এই জনবহুল রাস্তার মধ্যে মৃতদেহ আসলো কিভাবে তা জানতে পুলিশ তদন্তে নেমেছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে।