নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ফের শাসকদলের অন্দরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ। আজ নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। মারধরের জেরে বেশ কয়েকজনের মাথাও ফেটেছে। আন্দোলনকারীদের দাবী, “অনেক টাকা বকেয়া থাকায় দীর্ঘদিন থেকে চাপানউতোর চলছিল। মাঝেমধ্যেই প্রাপ্য টাকার দাবীতে আন্দোলনও চলছিল। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।” এদিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মূলত এদিন আবার অবসরপ্রাপ্ত কর্মীরা বকেয়া দাবী আদায়ের জন্য কৃষ্ণনগর পৌরসভায় ডেপুটেশন কর্মসূচী শুরু করেন। তবে পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখানোর সময় চেয়ারম্যানের অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বাঁশ ও লাঠি দিয়ে ব্যাপক মারধরও করা হয়। এর জেরে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত পুরকর্মীদের মাথাও ফেটেছে। এছাড়া এক জন কাউন্সিলর সহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহতও হয়েছেন। আপাতত হতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনার খবরে পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। পৌরসভার চেয়ারম্যান রীতা দাস জানান, “মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু, তার মধ্যেই ওই অবসরপ্রাপ্ত পুরকর্মীরা আন্দোলন শুরু করে দেয়। দলীয় কাউন্সিলরদের মদতেই এই ঘটনা ঘটেছে।” এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্বের অন্দরে চাপানউতোর সৃষ্টি হয়।
Sponsored Ads
Display Your Ads Here