নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির তিলকনগরে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার ৩০ বছর বয়সী এক জন সাফাইকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলবেলা ওই বৃৃদ্ধার মেয়ে হাঁটতে বেরিয়েছিলেন। আর ওই বৃৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। সেই সময় এক জন সাফাইকর্মী বাড়িতে প্রবেশ করেন। আচমকা অপরিচিত এক জন ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেখে ওই বৃৃদ্ধা অনুপ্রবেশকারী ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, তিনি কে ও কেন চুপিসারে ঘরে ঢুকেছেন?
তখন সাফাইকর্মী জানান, “তিনি একটি গ্যাস সংস্থার কর্মী। তাকে এই বাড়িতে কাজের জন্য ডাকা হয়েছিল।” কিন্তু ওই বৃদ্ধার এবং তার মেয়ে কেউ ফোন না করায় সন্দেহ হয়। আর ওই বৃদ্ধা যে সন্দেহ করছেন এটা আন্দাজ করতে পেরে সাফাইকর্মী বৃদ্ধার উপর চড়াও হয়ে প্রথমে মারধর করেন। এরপর ধর্ষণ করে বাড়ি ছেড়ে চম্পট দেন।
এই ঘটনার পর ওই বৃদ্ধার মেয়ে পুলিশের কাছে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রথমে পুলিশ অভিযোগ নিতে না চাইলেও পরে অভিযোগ নেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, পাশের এলাকাতেই ওই সাফাইক্রমী কাজ করতেন। তারপর পুলিশ ওই সাফাইকর্মীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে হামলা ও ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন।