ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার এক একটি বার্মিজ পাইথন আকারে ২০ ফুটেরও বেশী হয়। আর ফ্লোরিডার এভারগ্লেডসে পাইথনের সংখ্যা বিপুল সংখ্যায় বেড়েছে। আনুমানিক এক লক্ষেরও বেশী। কিন্তু একটি বিশাল পাইথন কিছু খাওয়ার ফলে নড়াচড়া করতে পারছিল না।
তাই এবার এভারগ্লেডস পার্কেরই বেশ কয়েক জন কর্মী কৌতূহলবশত ওই আঠেরো ফুটের পাইথনকে ধরে তার পেট চিরে একটি পাঁচ ফুটের কুমিরকে বের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, একসময় ফ্লোরিডায় বার্মিজ পাইথনকে পোষ্য হিসাবে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সত্তরের দশকে এলাকাবাসীরা ওই পাইথনগুলি জঙ্গলে ছেড়ে দিতে শুরু করেন। এরপর থেকে ওই পাইথনের সংখ্যা বেড়ে চলেছে। আর এখন সেই পাইথনই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here