Indian Prime Time
True News only ....

কন্যা হওয়ার মাশুল গুনতে হলো ৩ মাসের খুদেকে

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালায় মা-বাবার হাতে মৃত্যু হলো ৩ মাস বয়সী এক শিশুকন্যার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য শুরু হয়।

স্থানীয় সূত্রে খবর, প্রায় সাত বছর আগে রিন্টু শেখের ডোমকলের কামুড়দিয়াড়ের বাসিন্দা বেলুয়ারা বিবির সাথে বিয়ে হয়েছিল। রিন্টু কেরলে কাজ করে। প্রায় তিন মাস আগে তৃতীয় শিশুকন্যা জন্মের খবর পায়। সপ্তাহখানেক আগে সে বাড়ি ফিরে বেলুয়ারাকে শিশুকন্যা জন্ম দেওয়ার জন্য উঠতে-বসতে কথা শোনাচ্ছিল। আর প্রতিদিনই মদ্যপান করে দুই মেয়েকে নানা অজুহাতে মারধর করত। এমনকি টাকার জন্য বড়ো মেয়েকে দিল্লিতে নিয়ে গিয়ে আট হাজার টাকা বিক্রির চেষ্টাও করেছিল। কিন্তু জানাজানি হওয়ায় আর পারেনি। এরপর গতকাল রিন্টু খুদে কন্যাকে আছড়ে খুন করে।

এই ঘটনায় স্ত্রী সবকিছু জানে। তবে দুপুরে শিশুটিকে না পেয়ে তার খোঁজ করতেই দেখা যায়, ঘরে লেপের মধ্যে তার রক্তাক্ত দেহ রয়েছে। তারপর শিশুটির দাদু দবির শেখ ডোমকল থানার পুলিশের কাছে গোটা বিষয়টির বিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ বাড়িতে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি রিন্টু ও বেলুয়ারাকে আটক করে। প্রথমে দু’জন খুন করার বিষয়টি অঞ্চল অস্বীকার করলেও পুলিশী জিজ্ঞাসাবাদে শেষমেশ খুনের কথা স্বীকার করে নিলে রিন্টু এবং বেলুয়ারাকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আজ আদালতে তোলা হয়েছে। এই মৃত্যু রিন্টুর মাদকের নেশা আর সংসারের অভাবের কারণে হয়েছে না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছেন। এর আগেও রিন্টু চুরির অভিযোগে গ্রেফতার হয়েছে। ডোমকল গার্লস কলেজের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক প্রিয়ঙ্কর দাস এই প্রসঙ্গে জানান, ‘‘আর্থিক ভাবে দুর্বল ও শিক্ষার অভাব যেখানে আছে, সেখানেই কন্যা সন্তান হত্যা, ভ্রূণ হত্যা ঘটছে। আর্থিক উন্নয়ন এবং সচেতনতাই একমাত্র এটা বন্ধ করতে পারে।’’

উল্লেখ্য, কন্যা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্প এনেছে। নরেন্দ্র মোদী সরকার যেমন ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্প এনেছে তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ এবং ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেছে। তবুও এরপরেও শিশুকন্যা হত্যার ঘটনা ঘটেই চলেছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored