নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের ভগবানগোলায় একই পরিবারের চার জনের অস্বাভাবিক দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা হলো মুর্শিদাবাদের নিমলতলা এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী মানিক ব্যাপারি। স্ত্রী দোলা ব্যাপারি সহ দুই সন্তান তানহা ব্যাপারি ও ৮ বছর বয়সী মায়েশা ব্যাপারি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকবাবু পেশায় ফল বিক্রেতা ছিলেন। আর তারা ওই এলাকায় ভাড়া ছিলেন। এদিন মানিকবাবুর বাড়ি থেকে তিনটি গলা কাটা দেহ এবং একটি ঝুলন্ত দেহ উদ্ধার হতেই এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানিকবাবু নিজের দুই মেয়ে তানহা ও মায়েশা এবং স্ত্রী দোলাকে গলা কেটে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন।

বাড়ির মালিক হায়দার আলি এই প্রসঙ্গে জানান, “এই ঘটনাটা আজই জানতে পেরেছি। ওরা তো ভাড়াটিয়া। এত বেশী কি খোঁজ রাখব বলুন তো? এমনি আসে দেখি চলে যাই। ওদের বিষয়ে ঢোকা তো ঠিক হবে না। গতকালও বাচ্চাগুলো দেখেছি। ওদের ফলের দোকান ছিল। কিন্তু হঠাৎ করে এমন হয়েছে বুঝতে পারলাম না। আজ সকালে ধরুন ওই দশটার পর হঠাৎ আশাপাশের লোকজনকে দেখছি আলোচনা করতে। সেই সময় পুরো বিষয়টি শুনতে পাই। তারপর তো পুলিশ আসে।”
Sponsored Ads
Display Your Ads Here









