নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ ফের নতুন করে তুষারপাত হিমাচল প্রদেশে। মঙ্গলবার সকাল থেকেই সেখানে ভারী তুষারপাত এবং বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর বেশ কিছু জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। একই সঙ্গে বরফ জমে যাওয়ায় সে রাজ্যের ১২৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত রাস্তা পুনরায় স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ।

পাহাড়ের এই ভয়াবহ পরিস্থিতিতেও ভিড় কমেনি পর্যটকদের। শিমলা, মানালি এবং কুলু-সহ একাধিক জায়গায় দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। তবে তুষারপাতের কারণে বহু পর্ষটক আটকে পড়েছেন রাস্তায়। পুলিশ প্রশাসনের তরফে আটকে পড়া পর্যটকদেরও উদ্ধারের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার অটল টানেলের স্নো গ্যালারির কাছে দুই পর্যটক প্রবল তুষারপাতে আটকে পড়েন। প্রশাসনের তরফে তাঁদের দ্রুত উদ্ধার করে নিরাপদে মানালিতে নিয়ে আসা হয়েছে।

তুষারপাতের জেরে বিকল বিদ্যুতের একাধিক ট্রান্সফরমার। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থনীয়রা। এই পরিস্থিতিতে আপাতত প্রশাসনের তরফে সে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তুষারপাতের জেরে হিমাচলের পারদ এখন হিমাঙ্কের নীচে। তাবোতে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস এবং কুকুমসেরিতে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। শিমলা ও মানালিতেও অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Sponsored Ads
Display Your Ads Here
চাম্বা, কুলু, কিন্নর এবং লাহুল-স্পিতি এলাকায় তুষারপাতের জন্যে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে উনা, বিলাসপুর, হামিরপুর ও কাংড়ার মতো জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জন্য জারি করা হয়েছে ‘ইয়েলো অ্যালার্ট’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হিমাচলের আরও বাড়তে পারে তুষারপাত। সঙ্গে হিমাচলের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। বরফে পিচ্ছিল পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা এড়াতে ট্র্যাফিক নির্দেশিকা কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে।










