নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ শান্তিনিকেতনের ভাড়া বাড়ি থেকে উদ্ধার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রের নিথর দেহ। মৃত পড়ুয়ার নাম রাজীবন রামচন্দ্রম। বয়স ৩০ বছর। রাজীবন বিশ্বভারতীর কলাভবনের গবেষক পড়ুয়া ছিলেন। আর কেরালার বাসিন্দা ছিলেন বলে খবর। বুধবার রাতে সীমান্তপল্লি এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এ দিন রাতে স্থানীয় বাসিন্দারা ওই ভাড়া বাড়ির জানলা দিয়ে রাজীবনকে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে ওই ছাত্রের মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শান্তিনিকেতনের সীমান্তপল্লি এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। স্থানীয়রা জানান, বুধবার দুপুর থেকেই তাঁকে কিছুটা চিন্তিত ও বিমর্ষ দেখাচ্ছিল। এরপর রাতের দিকে তাঁর ভাড়াঘর থেকেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়।

এই ঘটনার খবর পেয়ে তাঁর পরিচিতরা ও স্থানীয়রা উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরে শান্তিনিকেতন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এক মেধাবী গবেষকের এমন রহস্যমৃত্যুতে সহপাঠীদের মধ্যেও উদ্বেগের ছায়া নেমে এসেছে। তবে এই স্পর্শকাতর ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ বা বাড়ির মালিকের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here









