মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সামনে থরে থরে টাকার বান্ডিল সাজানো। পাশে তৃণমূল নেতা চেয়ারে বসে। সাথে এক জন ব্যবসায়ীও রয়েছেন। উত্তর চব্বিশ পরগণার বারাসাতের এমনই একটি ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে যায়। ভাইরাল ওই ভিডিয়োতে বারাসাত এক নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে দেখা গিয়েছে। কিন্তু ভিডিয়োটি ভাইরাল হতেই এত টাকা কিসের? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

গিয়াসউদ্দিন মণ্ডল এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার সাথে যুক্তও ছিলেন। ভাইরাল ভিডিয়োতে উঠে এসেছে, টেবিলের উপর পাঁচশো টাকার নোটের বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। আর পাশের চেয়ারে পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল বসে রয়েছেন। স্থানীয় এক জন ব্যবসায়ীও রয়েছেন। আবার ওই ঘরেই দু’জনকে টাকা গুনতে দেখা গিয়েছে। তবে ওই টাকা কিসের, তা জানতে তৃণমূল নেতাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। বিরোধীরা এই ঘটনায় রীতিমতো সরব হয়েছেন।

বিজেপি নেতা তাপস মিত্র এই প্রসঙ্গে জানায়ান, “গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এইসব চোর-মাফিয়াদের নিয়েই তৃণমূল দলটা চলছে। এবং পশ্চিমবঙ্গকে লুট করছে কিভাবে, এই ঘটনা তার প্রমাণ। এখন তৃণমূল নেতারা সমতলে থাকতে ভালবাসেন না। যেখানেই দেখেন পাহাড়, টাকার পাহাড় সেখানেই থাকেন। গিয়াসউদ্দিন মণ্ডল ও তাঁর সঙ্গে যুক্তদের অবিলম্বে ইডি হেফাজতে নিয়ে এই টাকার উৎসের সন্ধান করা দরকার।” যদিও এখনো তৃণমূলের তরফে এই টাকার পাহাড় নিয়ে কোনোরকম মন্তব্য করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here









