রায়া দাসঃ কলকাতাঃ বছর শেষে রাজ্যের সরকারী কর্মীদের জন্য সুখবর শোনাল নবান্ন। এ বার আন্দামান ও নিকোবর বেড়াতে গেলে বিমানের খরচ দেবে সরকার। লিভ ট্র্যাভেল কনসেশন পাবেন সরকারি কর্মীরা। এতদিন সরকারী কর্মীরা আন্দামান-নিকোবরে ঘুরতে গেলে জাহাজের ভাড়া পেতেন। যদি কেউ প্লেনে ট্র্যাভেল করতেন, সে ক্ষেত্রে জাহাজে যেতে যে খরচ, সেই মূল্যের টাকা দেওয়া হতো। তবে এ বার নিয়ম বদলাচ্ছে। ৩০ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কিন্তু জাহাজে যাতায়াতের হাজার ঝক্কি। এক তো যাতায়াতে অনেকটা সময় লাগে। একই সঙ্গে অনিয়মিত হওয়ার কারণে পর্যটকদের অসুবিধায় পড়তে হয়। ফলে অনেকেই বাধ্য নিয়ে বিমানে যাতায়াত করেন। সেই বিমানের ভাড়া হিসেবে যে রিইম্বার্সমেন্ট সরকারি কর্মীরা পান, তা জাহাজের ভাড়ার সমান টাকা। কিন্তু সব সময়ে সে টাকা এক হতো না, ফলে নানা রকমের ধন্দ তৈরি হচ্ছিল। অবশেষে রাজ্য সরকারের অর্থ দপ্তর (অডিট ব্রাঞ্চ) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল। এ বার থেকে সরকারি কর্মচারীরা ফ্লাইটে আন্দামান গেলে, পুরো ভাড়াই ফেরত পাবেন।

নির্দেশিকায় বলা হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এবং ২০০৫ সালের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণের ক্ষেত্রে যে সরকারি কর্মীরা লিভ ট্র্যাভেল কনসেশন নিতে আগ্রহী, তাঁরা এ বার থেকে বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করতে পারবেন, যার ভাড়া তাঁরা ফেরত পেতে পারেন। তবে তা ‘লিমিটেড’ এবং যথার্থ ভাড়াই দাবি করতে পারবেন। তবে মানতে হবে কিছু শর্ত।
Sponsored Ads
Display Your Ads Here









