অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কোকা-কোলার ইন্ডিয়ার বটলিং ‘আর্ম’ হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (HCCB) তিনশো জনকে চাকরী থেকে ছাঁটাই করতে চলেছে। লাভের অঙ্ক বাড়াতে ও গোটা উৎপাদন প্রক্রিয়াকে ‘স্ট্রিমলাইন’ করতে এই পদক্ষেপ বলে জানানো হচ্ছে। উল্লেখ্য, এই কোকা-কোলা ভারতের সবচেয়ে বড়ো সফ্ট ড্রিঙ্কস সেগমেন্টের সংস্থা।

এখন হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস পাঁচ হাজার জনকে চাকরী দেয়। এদের গোটা দেশে মোট পনেরোটি কারখানা রয়েছে। ওই কারখানাগুলিতে স্প্রাইট, কোকা-কোলা, থামস আপ, মিনিটস মেইডের মতো পানীয় এবং কিনলে বোতলবন্দি করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসা করার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হয়। কিন্তু ছাঁটাইয়ের কারণে উৎপাদনের উপর প্রভাব পড়বে না।

হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস ভারতের বেশ কিছু জায়গা যেমন- বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে বটলিংয়ের কাজ বেশ কিছু সংস্থাকে বেচে দিয়েছে। এখন কোকা-কোলা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। তারপরে ওই সংস্থা উৎপাদন এবং সফ্ট ড্রিঙ্ক বিলি করে। মূলত, এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে সফ্ট ড্রিঙ্ক ব্যবসায় সবচেয়ে বেশী বিক্রি হয়ে থাকে। তবে এই বছরে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসে প্রবল গরমের মধ্যে অসময়ে বর্ষা হওয়ায় সফ্ট ডিঙ্কসের ব্যবসা ধাক্কা খেয়েছে বলে সূত্রের খবর।
Sponsored Ads
Display Your Ads Here









